সম্মানিত আব্দুল মোনায়েম মুন্না ভাইয়ের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায় হলেও জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং আবুজর গিফারী কলেজ থেকে এইচএসসি ও ডিগ্রি পাস করেন। ১৯৮৫ সালে আবুজর গিফারী কলেজ ছাত্রদলের সেক্রেটারি এবং মতিঝিল থানার ৩৫নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক হওয়ার মধ্যদিয়ে রাজনীতিতে যুক্ত হন। ১৯৮৬ সালে বৃহত্তর মতিঝিল থানা ছাত্রদলের সেক্রেটারি, ১৯৮৮ সালে মতিঝিল থানার সর্বদলীয় ছাত্র ঐক্যের আহ্বায়ক, ১৯৯০ সালে অবিভক্ত ঢাকা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক, ১৯৯১ সালে আবুজর গিফারী কলেজ ছাত্র সংসদের এজিএস এবং মতিঝিল থানা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন। ২০০৩ সালে যুবদলের বুলু-আলাল কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ২০১০ সালে যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক, ২০১১ সালে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০২০ সালে যুবদলের নীরব-টুকু কমিটির কেন্দ্রীয় সহ-সভাপতি হয়ে বরিশাল বিভাগীয় টিমের লিডার হিসেবে দায়িত্ব পালন করেন।
সর্বশেষ তাকে যুবদলের বিগত কমিটির সাধারণ সম্পাদক এবং বর্তমান যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন করছেন ।