মাইনুল ইসলামঃ সারাদেশে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে রাজধানীর সাভার আশুলিয়া উত্তরাসহ সারাদেশের সাংবাদিক নির্যাতন ও সকল হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি’র দাবিতে আজ সোমবার ২১ এপ্রিল বিকাল ৩ টায় সম্মিলিত সাংবাদিক সমাজ উত্তরায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, সারাদেশে চলতি মাসে এ পর্যন্ত ২২ জনের অধিক সাংবাদিক হামলা নির্যাতনে শিকার হয়েছে। আমাদের এখন সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে সারাদেশের সকল সাংবাদিক ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সম্প্রতি সময়ে ঢাকার উত্তরা, সাভার আশুলিয়ায় অন্তত ১০ জন সাংবাদিক হামলা নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এরকম সারাদেশে প্রতিনিয়ত সাংবাদিক নির্যাতনের খবর আসছে।বক্তারা আরো বলেন, যে সরকারই ক্ষমতায় আসে সে সরকারই সাংবাদিকদের আশ্বাস দেয়, কিন্তু সাংবাদিকদের দাবি দাওয়া বাস্তবায়ন করে না। সাংবাদিক নির্যাতন সুরক্ষা আইন প্রণয়ন ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান ,এবং হামলায় শিকার হওয়া সাংবাদিকদের সুচিকিৎসার ও নির্যাতনকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এ মানববন্ধনে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বক্তারা আরো বলেন, আমাদের একটাই দাবি মাদক সন্ত্রাসী,চাঁদাবাজদের সংবাদ প্রচার করতে গেলেই সাংবাদিকরা বাধার সম্মুখীন হতে হয় ও এদের বিরুদ্ধে লিখলেই হামলা নির্যাতনের শিকার হতে হয়। এসব দুষ্কৃতিদের দমন করা রাষ্ট্রের কাজ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সহ সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা। আমাদের এ সকল দাবি দাওয়া ও সাংবাদিকদের নির্যাতন কারীদের অতি দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূল শাস্তি ব্যবস্থা না করা হলে, আমরা সারাদেশের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে অবরোধ ও আন্দোলন চালিয়ে যাব