ময়মনসিংহ জেলার ঈশ্বরগন্জ উপজেলার উচাখিলা বাজারে অবস্থিত হিন্দু সম্প্রদায়ের বহু বছরের পুরাতন মহা শ্মশান নিয়ে সৃষ্ট সংকট ও মতবিরোধ নিরসনের অংশ হিসেবে আহমেদের আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ইউএনও এরশাদুল আহমেদ বলেন, হিন্দু সম্প্রদায়ের শম্মানঘাট টি যেখানে ছিল সেখানেই আছে এবং সেখানেই থাকবে। তিনি আরো বলেন, উপজেলা প্রশাসন উচাখিলা বাজারের বেহাত হয়ে যাওয়া প্রায় ১৬ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করায় একটি কুচক্রী মহল বিগত ফ্যাসিষ্ট সরকারের অনুসারীরা যড়যন্ত্রে লিপ্ত থেকে নানা ধরনের গুজব ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। বিয়যটি নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান তিনি। এসময় বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর পুজা উদযাপন ফ্রন্টের আহবায়ক পার্থ সারথী সিনহা আপেল, মহানগর কমিটির সদস্য সচিব সুবল ঘোষ, ময়মনসিংহ জেলা পুজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বিজয় মিত্র শুভ, যুগ্ম আহবায়ক সজীব দত্ত, বিকাশ দাস, রাজিব কুমার সরকার, মহানগর পুজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক আকাশ দে, জয়দেব পাল, সুজিত সিং, সুকুমার সাহা, ভজন সরকার, রাকেশ দে, ঈশ্বরগন্জ উপজেলা কমিটির আহবায়ক স্বপন কুমার দেবনাথ, সিনিয়র যুগ্ম আহবায়ক পিন্টু সরকার, সদস্য সচিব অপুল সরকার অপু, পৌর কমিটির আহবায়ক সুমন বণিক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা অনুপ কুমার শেঠ উপস্থিত ছিলেন। হিন্দু সম্প্রদায়ের শেষ ঠিকানা মহা শশ্মান টি রক্ষায় বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি বাবু সমীর কুমার বসু এবং ময়মনসিংহ দঃ জেলা বিএনপির সদস্য সচিব রোকনোজ্জামান সরকার রোকন সাহেবের নির্দেশে পুজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি মিমাংসার উদ্যোগ গ্রহন করার আহবান জানান।