ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মফিদুল আলম ও নবগঠিত কমিটি কর্তৃপক্ষ। ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মফিদুল আলম কারাগারের উৎপাদন কক্ষ, নারী, পুরুষ ও কিশোর বন্দিদের ওয়ার্ড পরিদর্শন করেন। পরে তিনি কারা পরিদর্শক বোর্ডের ত্রৈমাসিক সভায় সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা, সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম, বোর্ডের বেসরকারি কারা পরিদর্শকদের মধ্যে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, মহানগর সভাপতি অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা আমীর আব্দুল করিম, মহানগর আমীর কামরুল আহসান এমরুল, অধ্যাপক আবুল হোসেন আজাদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগরের সভাপতি অধ্যাপক ডা. নাসির উদ্দিন, ফারজানা রহমান হুসনা, সেবিনা আক্তার, ফারজানা তাসনিম তিথি, অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও সাংবাদিক সাইফুল ইসলামসহ কমিটির বিভাগীয় সদস্যগণ উপস্থিত ছিলেন।
বোর্ড সদস্যগণ কারা অভ্যন্তরে বন্দীদের খোঁজখবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন।