বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির প্রাক-বাজেট বিষয়ক আজকের সেমিনারে ‘কৃষিতে বাজেট ২০২৫-২০২৬: টেকসই প্রবৃদ্ধির রূপরেখা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী) ড. আনিসুজ্জামান চৌধুরী। এ ছাড়াও এই সেমিনারে বক্তব্য রাখেন বিএনপি’র গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি মো. আহসানুজ্জামান লিন্টু, মহাসচিব অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ কেনেডি এবং অর্থনীতিবিদ সমিতির সেমিনার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. আনোয়ারুল ইসলাম সিকদার।