পার্কের অবৈধ স্থাপনায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো মসিক; জনমনে স্বস্তি
ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল উদ্যোন (যা পার্ক নামে পরিচিত) এর বৈশাখী মঞ্চের পাশে অবৈধ দোকানসহ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। রবিবার (৪ মে) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। নগরবাসী এমন উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছে।
অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-১) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সিরাজুল ইসলাম।
এসময় আরোও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান,নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবালসহ যৌথবাহিনীর ও ফায়ার সার্ভিসের অন্যান্য সদস্যরা।
তারা জানান, এসব স্থাপনার কোনো বৈধ কাগজপত্র ছিল না। এগুলো নিয়ে নাগরিকদের অভিযোগ ছিল। তাই এগুলো উচ্ছেদ করা হয়েছে।
জানা গেছে, দীর্ঘ সময় ধরে পার্কের ভেতরে হাঁটা-চলার জায়গায় (বৈশাখী মঞ্চের পাশে) কয়েকটি অবৈধ ফুচকা চটপটির দোকানসহ আরো কিছু অবৈধ ঘর তৈরি করে এখানে ব্যবসা করা হচ্ছিল।এসব ঘটনা ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) জানতে পেরে রবিবার অভিযানে নামে। বুলডেজার দিয়ে ওইসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে।
এর আগে, গত ৩০ এপ্রিল জেলা প্রশাসন ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে পার্কের অবৈধ স্থাপনায় অভিযান চালানো হয়।