ঝগড়া থামাতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ হারালেন ইয়াসিন আলী স্বপন…
ময়মনসিংহ নগরীর গন্দ্রপা এলাকায়, দোকানের সামনে দুপক্ষের ঝগড়া দেখে তাদেরকে থামিয়ে সরিয়ে দিয়েছিলেন, এরই জেরে হত্যা মামলায় জামিনে থাকা আসামিদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ইয়াসিন আলী স্বপন নামে এক ব্যক্তি, হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ, নিহত ইয়াসিন আলী স্বপন, ঘটনাটি ময়মনসিংহ নগরীর গন্দ্রপা এলাকায়, পরিবারের একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে ছোট চার মেয়েকে নিয়ে দিশেহারা পরিবার, স্বজনরা জানান, বৃহস্পতিবার (৮ মে) রাত ১০ টার দিকে ময়মনসিংহ নগরীর গন্দ্রপা মোড়ে ইয়াসিন আলী স্বপনের দোকানের সামনে পারভেজ হত্যার মামলার বাদি সাদ্দাম হোসেনের সঙ্গে জামিনে থাকা আসামি দিলিপ, জুবাইল, হিরণসহ কয়েকজনের বাকবিতণ্ডা বাধে, এ সময় স্বপন তাদের বিবাদ থামিয়ে সাদ্দামকে সেখান থেকে সরিয়ে দেয়।
কিছুক্ষণ পর দিলিপসহ তার দলবল সেখানে গিয়ে স্বপনকে ধরে নিয়ে স্থানীয় গন্দ্রপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে ছুরিকাঘাত করে, এসময় এগিয়ে এলে তার চাচাতো ভাই আমীর মিয়াকেও ছুরিকাঘাত করে তারা, রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে শুক্রবার (৯ মে) সকালে মৃত্যু হয় স্বপনের।
নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনদের আহাজারি যেন থামছেই না, জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার, নিহত ইয়াসিন আলী স্বপনের মা, স্ত্রী ও চার মেয়ে রয়েছে, তিনি আনন্দ মোহন কলেজের হিসাববিজ্ঞান বিভাগে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরির পাশাপাশি নিজ এলাকায় মুদি দোকান চালাতেন, অতিরিক্ত পুলিশ সুপার এম.এম. মোহাইমেনুর রশিদ জানান, তদন্তের পাশাপাশি জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।