নেত্রকোনা ৪( মদন মোহনগঞ্জ কালিয়াজুরী) আসনের বিএনপি’র প্রার্থী সাবেক এমপি ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তার নির্বাচনী এলাকা খালিয়াজুরীতে ২২ আগস্ট হইতে ২৪ আগস্ট রবিবার পর্যন্ত ছয়টি ইউনিয়নে ৫৪ টি ওয়ার্ডের মধ্যে ছয়টি জনসভা করেন এবং ৩০টি পথ সভায় অংশ নেন।
জানা যায় তিনি ২২ শে আগস্ট শুক্রবার বেলা ১১” ০০ ঘটিকার সময় মোহনগঞ্জ উপজেলা সফর শেষ করে খালিয়াজুড়িতে মেন্দিপুর ইউনিয়নের মধ্য বলতে গিয়ে দিয়ে প্রবেশ করেন। মেন্দিপুর ইউনিয়নের নুরপুর ওয়ালী গ্রামের প্রকাশনাথ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এবং চাকুয়া ইউনিয়নের লেপসিয়া বাজার মাঠে দুটি জনসভা করেন। ঐদিন তিনি মেদিনীপুরের সাতগাঁও বাজার, খলাপাড়া বাজার, ইছাপুর বাজার , জগন্নাথপুর বাজার, চাকুয়া ইউনিয়নের চাকুয়া গ্রাম,বল্লী গ্রাম ও গছিখাই গ্রাম হয়ে, খালিয়াজুড়ি সদরে প্রবেশ করেন। পরদিন ২৩ তারিখ তিনি অমানিপুর, বেড়ী মুসলিমপুর, কুতুবপুর হয়ে ও কৃষ্ণপুর বাজারে গিয়া একটি জনসভায় অংশগ্রহণ করেন। পরে উদয়পুর, যুগী মারা, রোয়াইল, কাদিরপুর গ্রামে পথসভায় অংশ নিয়ে খালিজুরিতে আসেন। ২৪ তারিখ সকাল ১১ ঘটিকার সময় খালিয়াজুরী সাবেক বিএনপির সভাপতি ও সাবেক সদর ইউনিয়নের চেয়ারম্যান মরহুম লাল মিয়া তালুকদার এর বাড়িতে জনসভা করেন। পরে লক্ষ্মীপুর, রসুপুর, গুচ্ছগ্রাম হয়ে নোয়াগাঁও বাজারে গিযে জনসভা করেন। পরে আদমপুর, চানপুর পথসভা করে গাজীপুর ইউনিয়নের পাঁচহাট বাজারে গিয়ে একটি বিশাল জনসভায় যোগদান করেন।
খালিয়াজুরী উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান তালুকদার কেষ্ঠুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানগুলোতে সভাপতিত্ব করেন খালিয়াজুরী বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা ৪( মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাবেক এমপি ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদার , বিএনপি নেতা ও কৃষ্ণপুর সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল আবুল কালাম আজাদ।
বক্তব্য রাখেন, বিএনপি নেতা ইদ্রিস আলী মোল্লা, মাসুদ রানা,, নাজমুল হক আরিফ,সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, বিএনপি নেতা কায়সার আহমেদ সেকুল, এরশাদুল আলম শাহীন, ফুল মিয়া,রিয়াজ উদ্দিন তালুকদার সুখন মেম্বার, যুব দলনেতা এনামুল হক ছোটন, রাজীব হোসেন পলাশ, কৃষক দলনেতা দেলোয়ার হোসেন, পান্ডব সরকার, সেচ্ছাসেবক দলনেতা ফাহিম হোসেন সুমন, ছাত্র দলনেতা মাজহারুল হক পলিন,
এ সময় উপস্থিত, ছিলেন মেন্দীপুর ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান চৌধুরী, বিএনপি নেতা আলী হোসেন চৌধুরী পিন্টু , মোঃ আক্তার হোসেন, মোঃ খোকন মিয়া, ওসি উল ইসলাম টিটু,চন্দন মেম্বার, খালিয়াজুড়ি সদর ইউনিয়নের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ মিয়া, সাবেক সদর ইউনিয়ন সভাপতি মোঃ শামসুল ইসলাম তালুকদার, সদর ইউনিয়ন যুবদল নেতা, আব্দুল্লাহ আল মামুন, কৃষক দল সহ সভাপতি সুরুজ তালুকদার, মোহাম্মদ মজনু মেম্বার, খালিয়াজুরী সদর যুবদলের সভাপতি ফয়সাল আহাম্মেদ, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রিকন, রাসেল মেম্বার সহ সকল ইউনিয়ন ও অর্ডার সভাপতি সম্পাদক এবং সহস্রাধিক নেতাকর্মী।