ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শিবিরুল ইসলাম।
বিট পুলিশিং সভায় ওসি মোঃ শিবিরুল ইসলাম বলেন, “পুলিশ ও জনগণের যৌথ অংশগ্রহণেই একটি নিরাপদ সমাজ গঠন সম্ভব। অপরাধ দমন, মাদক নির্মূল ও সামাজিক সমস্যা সমাধানে বিট পু’লি’শিং কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
তিনি আরও বলেন, প্রত্যেক নাগরিককে নিজ এলাকার সমস্যা চিহ্নিত করে পুলিশকে অবহিত করতে হবে। পুলিশের কাজ শুধু আইন প্রয়োগ নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। তারা এলাকার বিভিন্ন স’ম’স্যা তুলে ধরেন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সভা শেষে মাদক, ইভটিজিং বাল্যবিয়ে ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।