ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী ইউনিট সমিতির নতুন ভবন ১৫ সেপ্টেম্বর সোমবার বিকেল সাড়ে ৫ টায় জেলা প্রশাসক মুফিদুল আলম ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে শুভ উদ্বোধন করেছেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুম প্রধান,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আজিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী,সমিতির সকল কর্মকর্তা ও সদস্যসহ জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন শাখার কর্মকর্তা- কর্মচারী,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসনের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।এসময় জেলা প্রশাসক বিদায়ী কর্মচারী সকলের হাতে উপহার সামগ্রী তুলে দেন,