আজ ১৫এপ্রিল ২০২৫ জেলা প্রশাসন, ময়মনসিংহ এর আয়োজনে ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’ এর আওতায় ৪ দিন ব্যাপী “গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ” এর উদ্বোধন করেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মুফিদুল আলম। তিনি এ সময় অংশগ্রহণকারী ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের উদ্দেশ্যে বলেন যে, দুই ধরণের ডেটা রয়েছে- প্রাইমারি ও সেকেন্ডারি। এর মধ্যে অধিকতর গুরুত্বপূর্ণ প্রাইমারি লেভেলের ডেটা সংগ্রহ করার দায়িত্ব উক্ত অংশগ্রহণকারীদের। তাই, দায়িত্বে যথার্থভাবে সতর্ক ও দায়িত্বশীল থাকা উচিত। তাছাড়া, মামলা জট কমানোর ক্ষেত্রে গ্রাম আদালতের তাৎপর্যপূর্ণ গুরুত্বের কথা উল্লেখ করেন তিনি।