নেত্রকোনার খালিয়াজুরীতে জুলাই সনদ বাস্তবায়ন ও পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ২৬ শে সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১’০০ ঘটিকার সময় উপজেলা আমির মোহাম্মদ ইসমাইল হোসেনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা যায় ছয়টি ইউনিয়নের প্রায় ৩০০/৪০০ নেতা কর্মীর উপস্থিতিতে উক্ত মিছিলটি উপজেলা মাঠ হইতে প্রেসক্লাব ও থানা মোর হয়ে খালিয়াজুরী কলেজের মাঠ দিয়ে নতুন বাজার প্রবেশ করে আবারো উপজেলা প্রাঙ্গনে এসে মিলিত হয়।মিছিলে তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, স্লোগান দিতে থাকে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে বলে স্লোগান দেয়।
মিছিল শেষে তারা খালিয়াজুরী কলেজ মাঠ প্রাঙ্গনে এক সমাবেশের আয়োজন করে। খালিয়াজুরি থানা জামাতের সেক্রেটারি মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমির মোঃ ইসমাইল হোসেন ।
বক্তব্য রাখেন,খালিয়াজুরী জামাতে ইসলামের অমুসলিম শাখার সভাপতি অরুন বিশ্বাস, সেক্রেটারি অধীর দাস , মেন্দিপুর ইউনিয়ন সেক্রেটারি শেখ সিরাজুল ইসলাম সিরাজী, গাজীপুর ইউনিয়ন সভাপতি মোবাশ্বির আহমেদ চাকুয়া ইউনিয়ন সহ সভাপতি মোঃ কাঞ্চন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ রিয়াজউদ্দিন,সাংবাদিক আবুল কালাম, ছাত্রশিবির সভাপতি মোঃ রাসেল মিয়া, ও সেক্রেটারি মোঃ আবু হুরায়রা।
সমাবেশ উপজেলা আমির মোঃ ইসমাইল হোসেন বলেন আমরা অন্যায় করি না, দুর্নীতি করি না, অন্যায় এবং দুর্নীতিকে প্রশ্রয় দেই না। আমাদের দ্বারা সমাজের মানুষ উপকৃত হয় বিদায়, সর্বস্তরের মানুষ আমাদেরকে সহযোগিতা করে। ভবিষ্যতেও সহযোগিতা করার ব্যাপারে আমরা আশা রাখি এবং সকলের সহযোগিতা আমরা একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলবো ইনশাল্লাহ।
উক্ত সমাবেশে খালিয়াজুরী উপজেলার ছয়টি ইউনিয়ন হইতে প্রায় ৩০০/ ৪০০ শত নেতাকর্মী উপস্থিত হয়।